শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও বিনোদনমূলক উৎসব অনুষ্ঠিত হয়েছে

সোমবার (১৮ ডিসেম্বর ২০২৪) উপজেলার একমাত্র বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব মাঠে ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় নাটোর জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান। জেলা ক্রীড়া অফিসার (অঃ দাঃ)মো: তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, লালপুর উপজেলা পেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, দুলাল উদ্দীন, আব্দুল মান্নান, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় ৮০ জন প্রতিবন্ধী শিশুকে নিয়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দৌড়, গোলক নিক্ষেপ ও বালিশ খেলাসহ ২৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিবন্ধীদের উৎসাহ প্রদানের জন্য সবাইকে পুরস্কার প্রদান করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.