শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

শাবি আইকিউএসির পরিচালক হলেন অধ্যাপক নিজাম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।
মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খানকে তাঁর আবেদনের প্রেক্ষিতে আইকিউএসি-এর পরিচালক পদ হতে ১১ আগস্ট, ২০২৪ তারিখ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইকিউএসি-এর পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
দায়িত্বপ্রাপ্তির বিষয়ে অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন ট্রেনিং এবং ওয়ার্কশপের উদ্যোগ নেবেন। টিচিং প্রফেশনকে আরও আকর্ষণীয় করতে টেকনিক ও টেকনোলজির সমন্বয় করাসহ বিশ্বের সর্বাধুনিক ধারণা ব্যবহারের ব্যাপারে উদ্যোগী হবেন।
তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও গতিশীল করতে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা ট্রেইনিংয়ের ব্যবস্থা করা গ্রহণ করা হবে। সর্বোপরি সময় উপযোগী এবং আউট-কাম-বেজড শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
তাছাড়া দেশের এবং কর্মক্ষেত্রের প্রচলিত আইন কানুন ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সম্যক ধারণা সৃষ্টির নিমিত্তে চাকুরীর প্রাথমিক স্তরে ফাউন্ডেশন ট্রেইনিং প্রবর্তনের চিন্তা করঠেন। তিনি এই দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করেন।


উল্লেখ, অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি রসায়ন বিষয়ে ব্যাচেলর অব সায়েন্স (স্নাতক সম্মান), ভৌত রসায়ন বিষয়ে মাস্টার্স অব সায়েন্স শাবি হতে সম্পন্ন করেন। এরপর বুয়েট থেকে মাস্টার্স অব ফিলোসফি, জাপান থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং এবং ডক্টর অব ফিলোসফি সম্পন্ন করেন। তিনি সাগা ইউনিভার্সিটি (জাপান), পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি (দক্ষিণ কোরিয়া) এবং বিলকেন্ট ইউনিভার্সিটি (তুরস্ক) থেকে পোস্টডক্টরেট করেন। শাবিতে অধ্যাপনা ছাড়াও তিনি কপ্পিন স্টেট ইউনিভার্সিটি, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস, যুক্তরাষ্ট্র এ ভিজিটিং প্রফেসর হিসেবে ভ্রমণ করেন। বিভিন্ন জার্নাল, কনফারেন্স প্রসিডিং এবং কনফারেন্স এবস্ট্রাক্ট হিসেবে তাঁর প্রায় ১৩০ টির অধিক প্রকাশনা রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.