বুধবার | ৪ ডিসেম্বর, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১

এভাবেও ফিরে আসা যায়!

-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম।
গজ বেঁচে থাকা স্থলজ প্রাণিদের মধ্যে সবচেয়ে বড় হলেও একবার গভীর চিটকে কাদার মধ্যে পড়ে গেলে তার নিজে থেকে উঠে দাঁড়ানো খুব কঠিন। বিশেষ করে ওদের পালের গোদা বৃংগল যদি তেমন কোন বিপদের সম্মুখীন হয় তাহলে খেঁকশিয়ালের দলও তাকে দ্রুত মেরে খেয়ে নেবার ফন্দি এঁটে ফেলে। বণ্য প্রাণির মধ্যে এই তৎপরতা হরদম লক্ষ্যণীয়। সভ্য মনুষ্য সমাজে রাজনীতির অমোঘ নীতির বেলায় অনেক ক্ষেত্রে একই ধরনের প্রবণতা কম। তবুও আধুনিক সভ্যতার দাবীদার কিছু মানুষ ক্ষমতা পেলে বন্য চরিত্রের প্রকাশ ঘটায়। তারা ন্যায়-অন্যায় ভুলে গিয়ে সহগোত্রের অধিকার হরণ করে মত্ত হয়ে উঠে। তারা নিজেদের পরিণতির কথা ভুলে যাবার দিন থেকে আত্মপতনকে ত্বরান্বিত করতে শুরু করে। এ নিয়ে প্রকৃতির খেয়ালে কোন বৈপরিত্য লক্ষ্য করা যায় না। তাইতো ইতিহাস নতুন করে লেখা শুরু হয়ে যায়।
সেদিন বর্তমানে একটি বহুল আলোচিত বিষয়ভিত্তিক কিছু ছবি পোষ্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সহকর্মী লিখেছিলেন,‘এভাবেও ফিরে আসা যায়’। সেখানে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে পাশাপাশি সোফায় বসে আছেন বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের হাস্যজ্জল ছবি। পাশে আরেকটিতে পদ্মাসেতুর উপরে বসা দেশের আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর হাতে আঁকা কার্টুন। পদ্মাসেতুর নিচে অথৈ পানিতে পড়ে গিয়ে হাবুডুব খেতে থাকা বেগম খালেদা জিয়ার সাথে ড. মুহম্মদ ইউনূসের কার্টুন। যাদেরকে ‘টুপ করে ব্রীজ থেকে পদ্মা নদীতে ফেলে দেয়া’হয়েছে- এমন দৃশ্য তুলে ধরা হয়েছে।
গত ২১ নভেম্বর ২০২৪ সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ছয় বছর অসুস্থতা ও রাজনৈতিক রোষাণলে পড়ে জনবিচ্ছিন্ন থাকার পর সেদিন তিনি বাইরের কোন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাই এই অনুষ্ঠানে তার উপস্থিতি দেখার জন্য টিভির পর্দায় অনেকের চোখ রাখার আগ্রহ সৃষ্টি হয়েছিল। তার উপস্থিতিরি সংবাদের ভিডিও টিভিতে প্রচারিত হয়েছে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সাথে কুশল বিনিময়ের দৃশ্য দেখা গেছে কিন্তু মুখের কথা ভিডিওতে প্রকাশিত হয়নি। তবে তাদের দুজনের কথা বলার দৃশ্য দেখে টিভি দর্শকদের অনেক মন্তব্য করতে দেখা গেছে।
এক সহকর্মী লিখেছেন, ‘কেবলমাত্র বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম মমত্ববোধ ও আপোষহীন ভালোবাসা বেগম খালেদা জিয়াকে এবং বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. মোহাম্মদ ইউনুসকে একই ফ্রেমে, পাশাপাশি বসার সৌন্দর্যের উপলক্ষ্য এনে দেয়। পরিচ্ছন্ন-উচ্চতর ব্যক্তিত্ব,আকর্ষনীয় চারিত্রিক দৃঢ়তা, সুচিন্তা, সুবচন, সুকর্ম, নিষ্ঠা, সুপদক্ষেপ, আর সকলের প্রতি সুবিবেচনার অঙ্গীকার বড়সড় শক্তি হয়ে দাঁড়ায়। বাংলাদেশ জিন্দাবাদ।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘এই দুজন মানুষকে যে পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিলো, সে নিজেই আজ পালিয়ে গেছে। ভাগ্য!! আজ তারাই দেশের মানুষের ভালোবাসায় সিক্ত। খুবই সুন্দর মূহুর্ত, দেখে ভালো লাগছে।’ ক্ষমতা, জশ, সম্মান শুধু মাত্র আল্লাহর তরফ থেকেই আসে। যুগে যুগ ওরা চক্রান্ত করে, আর মহান আল্লাহতা’য়ালা হচ্ছেন মহাকৌশলী।
মানুষের মনের ভেতর দু:খ-কষ্ট, যাতনা অতিবেশী ঘণীভূত হয়ে বাসা বাঁধতে শুরু হলে কঠিন অসুখ দূরে থাক-যে কারো একটি সাধারণ অসুখও সেরে উঠতে চায় না। তখন সেই রোগির জন্য ওষুধ, পথ্য কোনটিই ঠিকমতো কাজ করতে চায় না। মন থেকে অশান্তির মেঘ কেটে গেলে শরীর এমনিতেই চাঙ্গা হয়ে উঠার সুযোগ পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেনাকুঞ্জের অনুষ্ঠানে উপস্থিতি হয়তো তেমন কিছুর ইঙ্গিত বহন করে। অনেকের কাছে সেখানে সশরীরে উপস্থিতি অনেকটা অকল্পনীয় ব্যাপার মনে হলেও মহান আল্লাহতা’য়ালা হচ্ছেন মহাপরিকল্পনাকারী। তাঁর ইচ্ছা কে খন্ডাতে পারে?
গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে সেনাকুঞ্জে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয়টি দেশে-বিদেশে অনেকের মনোযোগ আকর্ষণ করে ফেলেছ। তাই এটি একটি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক রাজনৈতিক এবং সামাজিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
কারণ, বেগম খালেদা জিয়া, বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে, দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেনাকুঞ্জের মতো জাতীয় এবং সামরিক-সম্পর্কিত স্থানে কোনো অনুষ্ঠানে তার উপস্থিতি বা উল্লেখ বিশেষ তাৎপর্য বহন করে। এটি রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছে।
গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এটি ছিল তার এক যুগ পর সেনাকুঞ্জে অংশগ্রহণ। অনুষ্ঠানে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবুও তার উপস্থিতি রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণবলে বিবেচিত হয়েছে।
এই অনুষ্ঠানে খালেদা জিয়াকে সম্মান জানানো হয়, এবং তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এটি ২০১৮ সালের পর প্রথম কোনো জাতীয় অনুষ্ঠানে তার প্রকাশ্য অংশগ্রহণ। একইসঙ্গে বিএনপির অন্যান্য শীর্ষ নেতাদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা দলীয় রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এ ঘটনাটির রাজনৈতিক তাৎপর্য কয়েকটি দিক থেকে বিশ্লেষণ করার দাবী রাখে। এর মাধ্যমে সকল শ্রেণের জনগণের সাথে তার রাজনৈতিক সম্পর্কের পুনঃস্থাপন সম্ভাবনা জেগে উঠেছে। পাশাপাশি বিগত এক দশকেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও বিএনপির মধ্যে দৃশ্যমান দূরত্ব ছিল। সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি এ সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা ইঙ্গিত করে। এটি সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্মান এবং সহযোগিতার বার্তা বহন করে।
বলা যায় ২০১৮ সালের পর এই প্রথম তিনি জাতীয়ভাবে গুরুত্বপূর্র্ণ একটি অনুষ্ঠানে অংশ নিলেন। এটি তার রাজনৈতিক পুনরুত্থান এবং বিএনপির জন্য একটি কৌশলগত বিজয় হিসেবে দেখা যেতে পারে। তার উপস্থিতি দলটির রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে আরও সুসংহত করেছে এবং জাতীয় পর্যায়ে তাদের অবস্থানকে চিহ্নিত করেছে।
সেনাকুঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণস্থানে খালেদা জিয়ার উপস্থিতি তার জনপ্রিয়তা এবং ব্যক্তিগত অবস্থানকে জনগণের দৃষ্টিতে ইতিবাচকভাবে উপস্থাপন করেছে। এটি রাজনৈতিক সমর্থকদের মধ্যে আশাবাদ তৈরি করেছে যা হয়তো অচিরেই বিএনপি-র মধ্যে অন্ত: ও দেশের মধ্যে আন্ত:দলীয় ঐক্য বাড়াতে সাহায্য করবে। এই ধরনের অনুষ্ঠান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বা পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করতে পারে। এটি সরকার এবং বিরোধী দলের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতার বার্তাও দিতে পারে, যা বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সহায়ক হতে পারে বলে মনে হয়। এছাড়া বিভিন্ন ইস্যুতে প্রতিদিন যেসব অস্থিরতা সৃষ্টি হয়ে দেশের অভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশের মধ্যে দূরত্ব বেড়ে চলেছে তা আশু নিরসনে ভূমিকা রাখতে পারবে বলে মনে করা হচ্ছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেনাকুঞ্জে উপস্থিতি কেবল আনুষ্ঠানিক অংশগ্রহণের চেয়ে বেশি, এটি তার ব্যক্তিগত এবং দলীয় পুনর্বাসন এবং জাতীয় রাজনীতিতে নতুন গতির সূচকও বটে। এটি সরকার-বিরোধী দলের সম্পর্কের উন্নয়ন এবং ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার পথ সুগম করার ইঙ্গিত দেয়। বিশেষ একটি করে উন্মুক্ত আনন্দঘন পরিবেশে তরুণ সমন্বয়কদের সাথে তাঁর সরাসরি কথপোকথন ও কুশল বিনিময় তরুণ প্রজন্মকে একটি নতুন আশার আলোকবর্তিকা জানান দিয়েছে বলে অনেক বিশ্লেষকের নিকট মনে হচ্ছে।
দেশনেত্রী শুধু সেনাকুঞ্জেই নয়- দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠে এভাবে তিনি প্রতিদিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুপ্রেরণা দান করুন আন্তরিকভাবে এটাই কাম্য। বর্তমানে তরুণ-প্রবীণদের সমন্বিত স্বরে বাংলাদেশ তথা বিশ্ব মানবতার ঘৃণা গর্জে উঠুক সকল প্রকার বৈষম্য, দুর্নীতি, নিষ্ঠুরতা ও শঠতার বিরুদ্ধে। দিকে দিকে কল্যাণকামী মানুষের ছায়ায় তরুণ প্রজন্ম নিজেদের চেতনা ও শক্তি দিয়ে আগলে রাখুক এই সুন্দর দেশ ও পৃথিবীটাকে। বেঁচে থাকুক ক্রমাগত দারিদ্র, বঞ্চনা ও রাজনৈতিক বৈষম্যের শিকার হওয়া এর নিরীহ মানুষগুলো, জেগে থাকুক নিষ্কলুষ মানুষগুলোর আশা-ভরসা নিয়ে বুকভরা মানবতা চিরদিনের জন্য।
*লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন। E-mail: [email protected]

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.