বৃহস্পতিবার | ১৯ ডিসেম্বর, ২০২৪ | ৪ পৌষ, ১৪৩১

কলস নগর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুরে কলস নগর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ডিসেম্বর২০২৪) বিকেলে কলেজ চত্বরে কলেজের অধ্যক্ষ রাকিবুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান বলেন একজন মানুষ সারা জীবন চাকুরী করবেন অথচ বেতন পাবেন না, সেটা খুব কষ্টের যা ভাষায় প্রকাশ করা যায়না। এই কলেজটি ২০০২সালে প্রতিষ্ঠিত অথচ ২০২৪ সালে বেতন হচ্ছে এটা একটা নিদারুন কষ্টের বিষয়। তিনি আরো বলেন আমি এই অফিসে যোগদানের পর থেকে সকল বৈষম্যতা দূরীকরণে কাজ করে যাচ্ছি। এমনকি আমার অফিসে কোন রকম দুর্নীতির স্থান নেই। আপনাদের জন্য আমার অফিসের দরজা খোলা থাকবে। আপনারা প্রয়োজনে আমার কাছে আসবেন এবং আপনাদের সমস্যার কথা জানাবেন,আমি নিয়মানুযায়ী আপনাদের কাজে সার্বিক সহযোগিতা করব।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোঃ আলমাছ উদ্দিন, কলস নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, গভানিং বডির সাবেক সভাপতি নুরজাহান খাতুন মিশু, সাবেক সদস্য মকছেদ আলী কবিরাজ, ইসমাইল হোসেন, শিল্পপতি ও বিশিষ্ট সমাজ সেবক মাহবুবুর রহমান সুমন, কলেজের শিক্ষক,কর্মচারি, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে ক্রিড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.