রবিবার | ৫ জানুয়ারি, ২০২৫ | ২১ পৌষ, ১৪৩১

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে লালপুর উপজেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তি 

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে অপপ্রচার চালানোর অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা বিএনপি।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু স্বাক্ষরিত প্রেস বিজপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে ২০টি পয়েন্ট উল্লেখ করে গত ২৬/১২/২০২৪ ইং তারিখে হারুনার রশিদ পাপ্পুর বিরুদ্ধে নানা কুৎসা রটনা করা হয়েছে। উল্লেখিত ২০ টি পয়েন্টের কোথাও সদস্য সচিব পাপ্পু ও তার দলের কোন সম্পৃক্ততা নেই বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। সদস্য সচিব প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, জনগণের প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যে বিপুল ভোটে জয়ী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সাথে দুর্নীতি মুক্ত থেকে উপজেলা পরিষদ পরিচালনা করেছেন। গত ৫ আগস্ট ২০২৪ পট পরিবর্তনের পর সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতার কারণে লালপুর উপজেলা প্রশাসনের সাথে থেকে আওয়ামী লীগের প্রতি বিক্ষুব্ধ মানুষকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে নিবৃত্ত করার আপ্রাণ চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, ও মনগড়া তথ্য জাতির সামনে উপস্থাপন করে বাংলাদেশ আওয়ামীলীগ এখন বাংলাদেশ গুজবলীগে পরিনত হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশ আওয়ামী লীগ ভেরিফাইড ফেসবুক পেইজে কুৎসা রটনায় তার দীর্ঘ দিনের অর্জিত সুনাম নষ্ট হয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে অনতিবিলম্বে আওয়ামী লীগের উক্ত ফেসবুক পোস্ট দ্রুত প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। এছাড়া, এ বিষয়ে লালপুর থানায় বাংলাদেশ আওয়ামীলীগের নামে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.