নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা পুলিশ সদস্যদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।।
শনিবার (১১ জানুয়ারি ২০২৫) লালপুরের গ্রিন ভ্যালি পার্ক, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রাশিয়ান সিটি, লালন শাহ সেতু, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এবং পাকশী রিসোর্টে এ ভ্রমণ সম্পন্ন হয়।
নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলিসহ ওসি ডিবি, ইন্সপেক্টর (তদন্ত), লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান রাজু, ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিনুজ্জামান এবং পুলিশ সুপার নাটোর কার্যালয়ের অন্যান্য পুলিশ সদস্যগণ ব্যস্ত কর্মময় জীবন থেকে একটু সময় বের করে আনন্দ ভ্রমণ উপভোগ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন।