বুধবার | ২২ জানুয়ারি, ২০২৫ | ৮ মাঘ, ১৪৩১

লালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (১৯ শে জানুয়ারি) বিকালে লালপুর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুর নেতৃত্বে ৮ নং মোহরকয়া ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে মোহরকয়া বাজারে পৃথক দুটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন একজন সৎ, আদর্শবান ও সত্যিকারের দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক।তার প্রতি ভালোবাসার জন্যই মানুষ বিএনপিকে ভালোবাসে। এ সময় তিনি নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার আদর্শ মেনে চলার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম, থানা যুবদলের আহবায়ক আব্দুস সালাম,যুগ্ম আহবায়ক মাইনুল হক বিপ্লব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, বিএনপি নেতা ইউপি সদস্য মিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা শেষে উভয় অনুষ্ঠানে কেক কাটা, তার আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.