সোমবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ২৭ মাঘ, ১৪৩১

মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বেলা ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) এবং সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন একটি পালসার মোটরসাইকেলে ধলা হিন্দুপাড়া গ্রামে যাচ্ছিলেন। পাবনা-ঢাকা মহাসড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান নামক স্থানে পৌঁছলে বিপরীত থেকে ফাকা ট্রাকের (রাজ মেট্রো-ড-১১-০১৬০) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। স্থানীয়রা গুরুতর আহত স্বপনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে যান।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.