নাটোর প্রতিনিধি :
রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দায়েরকৃত প্রতিহিংসামূলক ২০১৮ এর ১৩ মার্চ এর হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে নূরুল করীম আকরাম ও গিয়াস উদ্দিন পরশকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) বিজ্ঞ আদালত (সাইবার ট্রাইব্যুনাল, ঢাকা) তাঁদের খালাস প্রদান করেন।
প্রথমেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপর আমার প্রতি কৃতজ্ঞতা। যে দুইজন সব সময় আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন।
খালাসের পর গিয়াস উদ্দিন পরশ বলেন, ভোগান্তি ও হয়রানির পুরো সময়টাতে গর্ভধারিনী মা ও প্রাণপ্রিয় আব্বুসহ যাঁরা নিয়মিত মানসিকভাবে পাশে দাঁড়িয়েছেন সে সকল আইনজীবী, ভক্ত, অনুরাগী, শুভাকাক্সক্ষী, আপনজন, প্রিয়জন, সহকর্মী, শ্রদ্ধেয় শিক্ষক, ছাত্র জনতাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহপাক রব্বুল আলামীন আমাদের সকল ত্যাগ ও কোরবানি একমাত্র তারই রাহে কবুল করেন।