মঙ্গলবার | ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ২১ মাঘ, ১৪৩১

সাস্টিয়ান মিলনমেলা জামালপুরে

নাটোর প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ‘সাস্টিয়ান মিলনমেলা-২০২৫’ জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) জামালপুরের মেলান্দহের ঝাউগড়ার কাপাসহাটিয়া গান্ধি আশ্রমে এই মিলনমেলার আয়োজন করে শাবিপ্রবির জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান জামালপুর’।
দিনব্যাপি মিলনমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাচের পরিচিত পর্ব, প্রয়াত সাস্টিয়ানদের জন্য দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়।


সাস্টিয়ান জামালপুরের সভাপতি ও শাবিপ্রবির তৃতীয় ব্যাচের মঞ্জুরুল হক মুক্তা, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, সহ-সভাপতি সাকের মাহমুদ ডলার, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহিদ পিংকী, জামালপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হালিম রাজ, সাস্টিয়ান জামালপুরের সদস্য শেখ শাহ জামালসহ জামালপুর জেলায় স্থায়ীভাবে বসবাসরত ও চাকুরিসূত্রে অবস্থানরত দুই শতাধিক সাস্টিয়ান নিজে ও পরিবারসহ এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।


রেফেল ড্রতে প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন কাপল টিকেট বিজয়ী ইলিয়াস উদ্দিন এবং দ্বিতীয় পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন কাপল টিকেট বিজয়ী জাকির হোসাইন বিপ্লবকে পুরস্কৃত করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.