বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

মাদকের পাওনা টাকা জন্য ভ্যান চালককে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে মাদকের পাওনা টাকাকে কেন্দ্র করে ভ্যান চালক সুকুমারকে গলা কেটে হত্যার ও ব্যাটারী চালিত চার্জার ভ্যান ছিনতাই ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ঘটনায় জড়িত উপজেলার সিরাজিপুর মৃত শাহাবুদ্দিনের ছেলে গ্রামের মো. জাহিদ হাসান ওরফে জিহাদ (২৭) ও ছিনতাই হওয়া ব্যাটারি ক্রয়কারী পানসিপাড়া গ্রামের মো. শহিদুল্লা মন্ডলের ছেলে মো. আরিফ হোসেন (৩৪)।
লালপুর থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২টার দিকে উপজেলার মধুবাড়ি গ্রামের মৃত যুগোল সরকারের ছেলে ভ্যান চালক সুকুমার সরকার (৩০) নিজ বাড়ি হতে চার্জার ভ্যান নিয়ে কাজের উদ্দেশ্যে বের হন। বিকেল সাড়ে ৪টার দিকে তার ভাই শ্রী জীবন কুমার (৩৬) মোবাইল ফোনে জানতে পারেন, লালপুর থানাধীন চামটিয়া দীঘিপাড়া গ্রামস্থ জনৈক মো. কামরুল ইসলামের আখক্ষেতের পূর্ব পাশের রাস্তায় তার ভাই সুকুমার সরকার খুন হয়েছেন। তাৎক্ষণিক জীবন কুমার ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, তার ভাইয়ের রক্তাক্ত লাশ রাস্তার উপর পড়ে আছে। ঘাড়ের পিছন থেকে অর্ধেক অংশ কাটা, বাম হাতের মধ্য আঙ্গুলী কাটা, পিঠে ছোট বড় চারটি ধারালো অস্ত্রের কাটা জখমের চিহ্ন। ঘটনাস্থলে সুকুমারের চার্জার ভ্যানটি নেই। এ ঘটনায় নিহতের ভাই শ্রী জীবন কুমার বাদি হয়ে
লালপুর থানার মামলা নং-০১/২৩, তারিখ-০২-০২-২০২৫ খ্রিঃ, ধারা-৩৯২/৩০২/৩৪ পেনাল কোড মামলা করেন।
এরপর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ লালপুর কলোনীপাড়ার শ্রীকান্তের বাড়ির পূর্ব পাশে ফাঁকা জায়গা থেকে ৩ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারী বিহীন চার্জার ভ্যানটি উদ্ধার পূর্বক জব্দ করে। হত্যার কাজে ব্যবহৃত ধারালো চাকু ঘটনাস্থলের পাশে পড়ে থাকা অবস্থায় জব্দ করে। ঘটনাস্থলের আশেপাশের সিসি ফুটেজ থেকে অভিযুক্তকে শনাক্ত করে। তাকে গ্রেপ্তারপূর্বক ছিনতাই হওয়া ভ্যানের ব্যাটারি ও গ্রেপ্তারকৃত অভিযুক্তের স্বীকার ও দেখানো মতে উদ্ধার করে। যে দোকান থেকে হত্যার কাজে ব্যবহৃত চাকু ক্রয় করেছিল অভিযুক্তের দেখানো মতে সেই দোকান শনাক্ত করেন। দোকানদারের সাক্ষ্য গ্রহণ ও ঘটনার সময় অভিযুক্তের পরনে থাকা গেঞ্জি ও সেন্ডেল (যা সিসি ক্যামেরায় দেখা যায়) তা অভিযুক্তকে গ্রেপ্তারের সময় তার বাড়ি হতে জব্দ করে। ছিনতাই হওয়া ভ্যানের ব্যাটারি ক্রয়কারী ব্যক্তিকেও গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে খুন ও চার্জার ভ্যান ছিনতাইয়ের সাথে জড়িত আসামী মো. জাহিদ হাসান ওরফে জিহাদকে (২৭) বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার নিজ বসতবাড়ি হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি তার বাড়ির সামনে চায়ের দোকানে চা বিক্রয়ের পাশাপাশি মাদক বিক্রয় করেন। নিহত সুকুমারের চার্জার ভ্যান থাকায় মাদক ক্রয়-বিক্রয়ে আসামী সুকুমারকে ব্যবহার করতেন। মাদক বিক্রয়ের টাকা সুকুমারের কাছে পাওনা হওয়ায় সেই টাকা আদায়ের জন্য পূর্ব পরিকল্পনা মোতাবেক লালপুর থানাধীন গোপালপুর বাজার থেকে নিহত সুকুমারের চার্জার ভ্যানে উঠে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যান। উদ্ধারকৃত চাকু দিয়ে নিহতের ডান কানের নিচ হতে ঘাড় পর্যন্ত গভীর ক্ষত করলে সুকুমার ভ্যান থেকে রাস্তায় পড়ে গেলে আসামী তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পিঠে চাকু মেরে হত্যা করে রক্ত মাখা চাকুটি ঘটনাস্থলের পাশ্ববর্তী জমিতে ফেলে দিয়ে চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যান। গ্রেপ্তারকৃত আসামীর দেওয়া তথ্য মতে বুধবার রাতে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঈগল ব্যাটারী হাউজের মালিক মো. আরিফ হোসেনের দোকান থেকে চার্জার ভ্যানের ৪টি ব্যাটারী উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ব্যাটারি ক্রয়কারী মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। হত্যার ঘটনায় মূল হোতা জাহিদসহ দুজনকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.