নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরসহ জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি।
রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নাটোর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়ক (রাজশাহী বিভাগ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত ও সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম।
সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ। সঞ্চালনা করেন নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, ৯ ফ্রেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ থেকে নাটোর জেলাধীন সব উপজেলা/পৌরসভা, ইউনিয়ন/ওয়ার্ড ইউনিট বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অচিরেই সব ইউনিট বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। তিনি বলেন, এ সময় এসব ইউনিটে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে কমিটি সম্পন্ন করে জেলা সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।