রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম ২০২৪ সালে তাদের নিজস্ব ২৮০টির অধিক আবিষ্কারের পেটেন্টের জন্য বিশ্বের ৩০টির বেশি দেশে আবেদন করে। এর মধ্যে ১৪০টির বেশি আবিষ্কার পেটেন্ট লাভ করেছে। এসকল আবিষ্কারগুলো মূলত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩+ প্রজন্মের রিয়্যাক্টর (ভিভিইআর-১২০০, ভিভিইআর-টোই), ফাস্ট রিয়্যাক্টর, ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও স্মল মডিউলার রিয়্যাক্টরের প্রযুক্তি সংক্রান্ত। রসাটমের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
এর মধ্যে অত্যন্ত সম্ভাবনাপূর্ণ প্রযুক্তি উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থার মনিটরিং এর জন্য বিশেষ ডিভাইস। রসাটম প্রকৌশল শাখার অধীনস্থ এটমএনার্গোপ্রয়েক্ট এই ডিভাইসটি তৈরি করে। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বক্রিয় তাপ অপসারণ ব্যবস্থার পরিচালন সক্ষমতা দ্রæত মূল্যায়ন করা সম্ভব হবে, যার ফলে বিদ্যুৎকেন্দ্রের পরিচালন নিরাপত্তার উন্নয়ন ঘটবে।
অপর একটি ডিভাইস, যা পেটেন্ট লাভ করেছে সেটি হলো একটিনীড সল্টের মনোফিজিক পাউডার। এই পাউডার ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের মতো একটিনীডের সল্ট বা লবন তৈরিতে ব্যবহৃত হয়। পারমাণবিক বিদ্যুৎ জ্বালানীর পীলেট উৎপাদনে এই সল্ট প্রাথমিক উপাদান হিসেবে বিবেচিত।
আরেকটি উল্লেখযোগ্য আবিষ্কার ছিল জ্বালানী এসেম্বলী উৎপাদনে নতুন পদ্ধতি। এই আবিষ্কারের অন্যতম লক্ষ্য হলো পারমাণবিক জ্বালানীর উৎপাদন প্রক্রিয়াকে আরও কার্যকরী করা।
রসাটম বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রযুক্তির ব্যবহার করছে। বর্তমানে তাদের বৈদেশিক অর্ডার পোর্টফোলিওতে ১০টি দেশে বৃহৎ ও ক্ষুদ্র মোট ৩৯টি পারমাণবিক ইউনিট রয়েছে। এসকল দেশের মধ্যে আছে বাংলাদেশ, চীন, তুরস্ক, মিশর, হাঙ্গেরী এবং ভারত।
রসাটম প্রযুক্তিগত সহযোগিতা অব্যহতভাবে কাজ করে যাচ্ছে এবং একই সঙ্গে পেটেন্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে বিদেশে তাদের বিজ্ঞানীদের মেধাসত্ত সুরক্ষিত রাখছে। গত তিন বছরে পেটেন্ট লাভের ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি।