বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

নাটোর আইনজীবী সমিতির সভাপতি রুহুল-সম্পাদক শরিফুল

নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে রুহুল আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক শরীফুল হকসহ বিএনপি সমর্থিত ১০ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. মুক্তার হোসেন। তবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. মুক্তার হোসেন জানান, এবার আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে ১১টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত। এর আগে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বৃদ্ধির জন্য আবেদন করেন। আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আরও এক ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশন সভাপতি, সম্পাদকসহ ১০ পদপ্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। তাঁরা সবাই বিএনপি সমর্থিত প্রার্থী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় আগামী বৃহস্পতিবার শুধু ওই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচিতরা হলেন- সভাপতি পদে রুহুল আমিন তালুকদার, সিনিয়র সহসভাপতি এস এম লুৎফর রহমান, সহসভাপতি রফিক আহাম্মদ, সাধারণ সম্পাদক শরীফুল হক, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান, পাঠাগার সম্পাদক সুদীপ্ত সাওন, নিরীক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাঈদুল ইসলাম, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান প্রামাণিক ও মহিলা সম্পাদিকা পদে দিনাই তাছরিন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.