বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

জেনাসের শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ‘জিএসডিও’র শিক্ষাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেনাস স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জিএসডিও) কর্তৃক পরিচালিত জেনাস তালিমুল কোরআন মাদরাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার ও জেনাস মেধাবিকাশ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
মানবতার প্রতি সমর্থন, সমাজের উন্নয়ন শ্লোগান সামনে রেখে সংস্থার চেয়ারম্যান মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মো. হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী নাইম মোহাম্মদ হাসান।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল খাঁ, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দীন, কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ১৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষবৃত্তি প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (জিএসডিও) সামাজিক উন্নয়নে নানা কর্মসূচি নিয়ে কাজ করছে। ফলে উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর, পানসীপাড়া, নওপাড়া, মহারাজপুর, চকবাদকয়া, মোহরকয়া এলাকায় সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি চিকিৎসা সেবা, দুর্যোগকালীন সময়ে সহায়তা, অসচ্ছল পরিবার ও এতিম প্রতিবন্ধী শিশুদের সহায়তা, বয়স্ক ব্যক্তিদের কোরআন শিক্ষা, অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষবৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান, দুস্থ ও অসহায় কর্মহীন মানুষের জন্য কর্মস্থল তৈরিতে সহযোগিতাসহ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.