নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন সুপ্রীমকোট অব বাংলাদেশের আইনজীবী ফারজানা শারমিন পুতুল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ পদে নিযুক্ত হন।
পত্রে বলা হয়েছে, শুভেচ্ছা রইল। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনাকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্দেশক্রমে মনোনীত করা হয়েছে। দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনার চেষ্টা অব্যাহত থাকবে বলে দল আশা রাখে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল।
তিনি নাটোরের লালপুরের গৌরীপুর গ্রামের বাসিন্দা ৫৮-নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের চার মেয়াদে বিএনপি মনোনীত সংসদ সদস্য ও নাটোর জেলার প্রথম মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে।
বর্তমান তিনি ‘রাইটস চেম্বারস’ ঢাকা হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত। এর আগে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটরিয়াল বোর্ডের সদস্য, ২০২৩ সালের ৮ অক্টোবর বিএনপি মিডিয়া সেলের সদস্য, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার মহাখালির ক্যাপিটাল ল’ কলেজের এডহক কমিটির সভাপতি এবং মন্ত্রীপরিষদ বিভাগের ২০২৪ সালের ৩ অক্টোবর প্রজ্ঞাপনে ‘দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন’ এর সদস্য নির্বাচিত হন।