রবিবার | ১৬ মার্চ, ২০২৫ | ২ চৈত্র, ১৪৩১

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক নওগাঁ জেলার রেজ্জাকপুর এলাকার শাহিন আলমের ছেলে নাহিদ হোসেন (৩০)। লাশ উদ্ধার করে স্বজদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলের, ভোরের দিকে নাটোর-পাবনা মহাসড়কে গড়মাটি এলাকায় কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। পরে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দরজা কেটে পিকআপের চালকের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, লাশ স্বজদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.