নিজস্ব প্রতিবেদক:
প্রতিবছরের ন্যায় এবারও ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার নাটোরের লালপুর গ্রীনভ্যালী পার্কে অনুষ্ঠিত এই বার্ষিক বনভোজনে অংশ নেয় লালপুর উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একমাত্র প্রতিষ্ঠান ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থীরা। এমন আয়োজনে অংশ নিয়ে শিশুরা যেমন ছিল ফুরফুরে ও প্রাণবন্ত তেমনি অভিভাবকরাও ছিলেন অনেকটাই আনন্দমুখর। শিক্ষার্থীরা বিভিন্ন নতুন পোশাক পরিধান করে নাচ-গান আনন্দে মেতে উঠে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গ্রীন ভ্যালী পার্কের পরিচালক প্রশাসন ও মার্কেটিং এস. এমসামসুজ্জোহা, ম্যানেজার ফিনান্যান্স সৈয়দ সামিউল আলম শুভ, ম্যানেজার, মোস্তাফিজুর রহমান, এক্সিম ব্যাংক লালপুর শাখার অফিসার ইউসুফ আলী, পদ্মা কিন্ডার গার্টেন কেজি স্কুলেরে অধ্যক্ষ রাজিব হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, আব্দুল মান্নান, প্রধান শিক্ষক, সিমানুর রহমান প্রমুখ।