বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

লালপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে সন্ত্রাসী তাণ্ডবের ভয়ে জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি পরিবার।
বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আনসার আলীর ছেলে মো. আশিক আলী তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় মো. আশিক আলী বলেন, জমিজমা নিয়ে একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে বিএনপি সমর্থক মো. রুবেল আলী এবং ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাদক ব্যবসায়ী খোরশেদ আলী ও সমর্থক শাহ আলম পক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি আমার বাবা সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে বিরোধটি নিষ্পত্তি করার চেষ্টা করেন। বিএনপির রাজনীতি করার কারণে তারা আগে থেকেই আমাদের পরিবারের প্রতি ক্ষুব্ধ ছিলেন। সেই রাগে আওয়ামী সন্ত্রাসী ডাবলু, খোরশেদ ও শাহ আলম বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত আমাদের বাড়িতে তান্ডব চালিয়ে আমার ফুফাতো ভাই আরিফের পায়ের রগ কেটে দেয়, ভাবী ফেরদৌসীকে শারীরিক নির্যাতন ও চাচা আনিসুরকে মেরে হাত ভেঙ্গে দেয়। এছাড়া প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের আসবাবপত্র, স্বর্ণালংকার, দোকানের জিনিসপত্র ইত্যাদি লুট করে।
এ ঘটনায় আমার ফুফাতো ভাই রুবেল বাদি হয়ে লালপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন। আজ (বুধবার) সকালেও তারা আবার আমাদের উপর হামলা চালিয়ে হত্যার হুমকি দিয়ে গেছে। ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় আমরা এখনো দলীয় কিংবা প্রশাসনিক কোন সহযোগিতা পাইনি। এতে বর্তমানে আমরা জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।
এ বিষয়ে দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আওয়ামী লীগ সমর্থক ও একাধিক মাদক মামলার আসামী মো. খোরশেদ আলীর নেতৃত্বে বিএনপি পরিবার আশিক ও রুবেলসহ ৪টি পরিবারের ওপর হামলা ও তান্ডব চালানো হয়েছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
অভিযুক্তরা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আলীম বলেন, একাধিক মাদক মামলার আসামী খোরশেদ আলমসহ ৩৪ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ তৎপর রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.