সোমবার | ৭ জুলাই, ২০২৫ | ২৩ আষাঢ়, ১৪৩২

গুরুদাসপুরে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :
নাটোরে গুরুদাসপুর থেকে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় উপজেলার নাজীরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুনাধনা গ্রামে এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নাজীরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুনাধনা গ্রামের বরি পাহারির ছেলে নিপেন পাহারি (৩৫), রবি পাহাড়ির স্ত্রী শ্রীমতি রিতা পাহাড়ি (৫০), চিত্তরঞ্জন পাহাড়ির স্ত্রী মায়া পাহাড়ি (৪২), লালু পাহাড়ির ছেলে শ্রী রমেশ পাহাড়ি (৪৭), রমেশ পাহাড়ির ছেলে শ্রী বিজয় পাহাড়ি (২০)।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী সূত্রে জানা যায়, র‌্যাবের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন নাজীরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুনাধনা গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে (ক) ৪১৫ লিটার চোলাই মদসহ তাদের ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান জানান, গ্রেপ্তারকৃত আসামীরা উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করেন, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রিসহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রি করে আসছেন। এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.