বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

শুভ জন্মদিন: লেখক আবদুল্লাহ আল সুমন

নাটোর প্রতিনিধি :
২৫ ফেব্রুয়ারি। নাটোরের লালপুরের লেখক ও প্রভাষক আবদুল্লাহ আল সুমনের জন্মদিন। শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কক্সবাজার ডিসি কলেজে কর্মরত আছেন।
নাটোরের লালপুরের ওয়ালিয়া গ্রামের ১৯৮৫ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন লেখক ও প্রভাষক আবদুল্লাহ আল সুমন। পিতা মরহুম আতিয়ার রহমান ও মাতা আকলিমা আক্তার। স্ত্রী হোসনে আরা। তাঁদের সন্তান আবিদা আল সোহায়রা ও আব্দুল্লাহ আল সাদাত।
তিনি ওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি বালুয়াকান্দি ডা. আবদুল গফ্ফার স্কুল এন্ড কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগ প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমান কক্সবাজার ডিসি কলেজে কর্মরত আছেন।


শৈশবে কবিতার মাধ্যমে লেখার হাতেখড়ি। ক্লাস সেভেনে স্কুলের বিচিত্রা অনুষ্ঠানের জন্য নাটক লেখেন। এসএসসির পর উপন্যাস লেখা শুরু করলেও আর শেষ করা হয়নি। পরে ২০১৩ সালে সৃজনী প্রকাশনী থেকে প্রথম উপন্যাস ‘মুখবন্ধু’ প্রকাশিত হয়। বইটি বেশ পাঠক নন্দিত হওয়ার পর এর সিক্যুয়াল উপন্যাস ‘মুখবন্ধু রহস্য’ বের হয় ২০১৫ সালে, এরপর উপন্যাস ‘অশরীরী’ এবং গল্পগ্রন্থ ‘ডায়েরির পাতা’ বের হয় গ্রন্থ কুটির থেকে। এ বছর আরেকটি গল্প গ্রন্থ ‘অঙ্গার’ বের হবে গ্রন্থকুটির থেকেই। মুখবন্ধু সিরিজের বই দুইটির দ্বিতীয় সংস্করণ এবং তৃতীয় পর্ব ২০২১ এর শুরুতে বের হয়। এছাড়া নতুন লেখকদের সংগ্রাম নিয়ে একটা উপন্যাস ‘লেখক’ প্রকাশিত হয়। সামাজিক গল্প ও উপন্যাস লিখলেও অমর একুশে বইমেলা ২০২৪-এ সৃজনী প্রকাশনী থেকে অনুপ্রেরণামূলক বই ‘প্রেরণা’ এবং বাংলা প্রকাশ থেকে অপর একটি গল্পগ্রন্থ ‘লৌকিক অলৌকিক’ প্রকাশিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.