বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

আরও বিস্তৃত হলো এমিরেটস-গারুদা ইন্দোনেশিয়া পার্টনারশীপ

বিশেষ প্রতিনিধিঃ
এমিরেটস এয়ারলাইন এবং গারুদা ইন্দোনেশিয়া ২০২২ সালে একটি কোডশেয়ার চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পার্টনারশীপের সূচনা করে। অতি সম্প্রতি এই পার্টনারশীপের আরও বিস্তৃতি ঘটলো। উভয় এয়ারলাইনের লয়্যালটি প্রোগ্রাম সদস্যরা একে-অপরের গন্তব্যে ভ্রমণ করে পয়েন্ট অর্জন করার সুযোগ পাচ্ছেন। এই পয়েন্ট তারা পরবর্তীতে বিভিন্ন সুবিধা গ্রহনে কাজে লাগাতে পারবেন। উভয় এয়ারলাইনের ২০০টির অধিক সম্মিলিত গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে এই সুযোগ পাওয়া যাবে। এমিরেটস এর মিডিয়া প্রেরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

সম্প্রতি এভিয়েশন ফেস্টিভ্যাল এশিয়া ২০২৫ চলাকালে এতদসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন এমিরেটস স্কাইওয়ার্ডসের ডিভিশনাল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডঃ নিজিব বিন খেধার এবং গারুদা ইন্দোনেশিয়ার মাইলস এন্ড এনসিলারি গ্রুপ প্রধান রহমানিয়ার।

নতুন চুক্তিতে এমিরেটস লয়্যালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডস সদস্যরা গারুদা ইন্দোনেশিয়ার ৩৭টি আঞ্চলিক এবং ১৫টি বৈশ্বিক গন্তব্যে ভ্রমণকালে বিশেষ সুবিধা পাবেন। গারুদা ইন্দোনেশিয়ার লয়্যালটি প্রোগ্রাম ‘গারুদা মাইলস’ এর সদস্যরা তাদের অর্জিত পয়েন্ট এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কে ভ্রমণ ও অন্যান্য সুবিধা নিতে কাজে লাগাতে পারবেন।

এমিরেটস বর্তমানে জাকার্তা ও বালিতে দৈনিক দু’টি করে ফাইট পরিচালনা করছে। ফাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে এয়ারলাইনটির আইকনিক এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭। এমিরেটস ইন্দোনেশিয়ার গ্রাহকদের বিশ্বের ছয়টি মহাদেশের ১৪০টির অধিক গন্তব্যে ভ্রমণ সুবিধা প্রদান করছে।

এমিরেটস স্কাইওয়ার্ডসের বর্তমান সদস্য সংখ্যা তিন কোটি চল্লিশ লক্ষেরও বেশি। বিশ্বব্যাপী বিস্তৃত পার্টনার হোটেল, কার রেন্টাল, রিটেইল ও লাইফস্টাইলগুলোতে পন্যক্রয় বা সেবা গ্রহণের মাধ্যমে স্কাইওয়ার্ডস সদস্যরা পয়েন্ট বা মাইল অর্জন করতে পারেন। অর্জিত পয়েন্ট তারা পার্টনার এয়ারলাইনের টিকিট ক্রয়ে, ফাইট আপগ্রেড, গিফট কার্ড, হোটেল রুম, স্পোর্ট ও কালচারাল ইভেন্টে আতিথেয়তাসহ অনন্য অনেক সেবা পেতে ব্যয় করতে পারেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.