নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রোববার (২ মার্চ ২০২৫) উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান, কৃষি অফিসার প্রিতম কুমার হোড়, উপজেলা নির্বাচন অফিসার জায়দা খাতুন, সহকারী নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।