নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে এক কলেজ শিক্ষকের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টার দিকে উপজেলার গোপালপুর কলেজ মোড় এলাকার আবুল কাশেমের ছেলে ও গোপালপুর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কায়সার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শিক্ষক কায়সার আহমেদ বলেন, রাতে এশার নামাজের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বেরিয়ে মসজিদে যান। তখন বাড়িতে আমার ছোট মেয়ে এবং স্ত্রী ছিলেন। এ সময় রাত ৯ টার দিকে একজন ছিনতাইকারী বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে আমার স্ত্রীর গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের মালা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীকে তারা চিনতে না পারলেও তাকে দেখে নেশাখোর বলে মনে হয়েছে তাদের কাছে। এই ঘটনায় স্থানীয়দের সাথে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছেন। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।