বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

‘উষ্ণভূমি লালপুর ও বাগাতিপাড়ার ইতিহাস’ একজন পাঠকের মতামত

-ইমাম হাসান মুক্তি
অত্যন্ত স্নেহভাজন মোহাম্মাদ আজিজুল হক-এর লেখা গবেষণাধর্মী ‘উষ্ণভূমি লালপুর ও বাগাতিপাড়ার ইতিহাস’ বইটিতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার পটভূমি, নামকরণ, একনজরে পরিচিত, তৎকালীন সময়ের ঘটনা, মুক্তিযুদ্ধে যাদের অবদান, দর্শনীয় স্থান, নদ-নদী, পত্র-পত্রিকা, কৃষি, খাদ্য, ভূমি, কৃতীদের পরিচিতি তুলে ধরেছেন।


এছাড়া প্রতিটি ইউনিয়নের নির্বচিত চেয়ারম্যানগণের সংক্ষিপ্ত পরিচিতি, সাবেক সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র, ইউএনও, এসিল্যান্ড, ওসি, বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরেছেন। আসলে এত সংক্ষিপ্ত পরিসরে দুটি উপজেলার পরিপূর্ণ তথ্য তুলে ধরা সম্ভব নয়। তার পরও এই প্রয়াস প্রশংসার দাবি রাখে।
লেখক ইতিহাসের উপকরণ ও তথ্যাদি সংগ্রহে অনেক পরিশ্রম করে বস্তুনিষ্ঠভাবে তথ্য-উপাত্ত তুলে ধরার চেষ্টা করেছেন। গ্রন্থটি ভবিষ্যৎ গবেষকদের নিকনির্দেশনা মূলক সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তবে, বইটিতে তথ্যসূত্র ও সহায়ক গ্রন্থ (রেফারেন্স) আরও বিস্তারিত উল্লেখ থাকলে ভাল হতো।


পাঠক বইটি পড়ে অতীত ইতিহাসসমৃদ্ধ বিষয় জানবেন। সেই সাথে বইটির বহুল প্রচার ও লেখকের সার্বিক সাফল্য কামনা করছি।

* অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি: মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ, লালপুর, নাটোর। সম্পাদক, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ। মুঠোফোন: ০১৭১১৮১৯৬৬১, তারিখ- ০৮/০৩/২০২৫।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.