বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

রমজান ও ঈদে বিশেষ নিরাপত্তায় সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ২০২৫) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন।
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সভায় দপ্তর ভিত্তিক সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি, ইমো হ্যাকিং, চুরি-ছিনতাই, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ প্রশাসনের নজরদারি বৃদ্ধি করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.