বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৭ মার্চ ২০২৫) ভোর ৬ টার দিকে তাঁকে উপজেলার ফাগুয়াড়াদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়ার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অহিদুল ইসলাম গকুল নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেভিল হান্টের অভিযানে তাঁকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.