বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

গ্রিনভ্যালি ওল্ডেস অ্যান্ড অরফানেজ হোম-এ সহায়তা করুন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নির্মানাধীন গ্রিনভ্যালি ওল্ডেস অ্যান্ড অরফানেজ হোম-এ পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আপনার যাকাত/সাদাকা সহায়তা করুন।
সুন্দর নির্মল গ্রামীণ পরিবেশে সবুজের ভিতরে প্রতিষ্ঠিত গ্রিনভ্যালি ওল্ডেস অ্যান্ড অরফানেজ হোম। আপনি আপনার গুরুজন বয়স্ক পিতা-মাতার সেবা করতে দায়িত্বশীলতার জায়গা থেকে অপারগ হলে অথবা অসহায় বৃদ্ধ যারা আছেন যাদের দেখভাল করার কেউ নেই এবং এতিম অসহায় শিশু যারা আছে যাদের জীবনটা কঠিন হয়ে গেছে তাদের জীবনকে সহজ করার লক্ষ্যে গ্রিনভ্যালি ওল্ডেজ এবং ওরফানেজ হোম-এর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
অত্যন্ত মহৎ কাজে আপনাদের সহযোগিতা এবং এই পবিত্র রমজান মাসে যাকাত/সাদাকা এই প্রজেক্টের বিভিন্ন সামগ্রি ক্রয়ে আপনিও সহায়তা প্রদান করতে পারেন।
আল্লাহ তাআলা আপনার মনের নেক মকসুদ পূরণ করবেন। আপনি যে কোনো ছোট বা বড় বিষয়ে সহায়তা করতে পারেন। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
উদ্যোক্তারা জানান, ২০২২ সালের ১ অক্টোবর ৩২তম আন্তর্জাতিক প্রবীন দিবসে ‘পরিবর্তিত বিশ্বে প্রবীনব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্য নিয়ে লালপুরে আন্তর্জাতিক মানের গ্রিনভ্যালি ওল্ডএইজ হোম এন্ড অরফানেজ (বৃদ্ধাশ্রম ও এতিমখানা) আনুষ্ঠানিকভাবে নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আদম আলীর সহধর্মিনী রত্নগর্ভা আজমিরা খাতুন।
গ্রিন ভ্যালি পার্কের ব্যবস্থাপনা পরিচালক নূরীয়া পারভীন বলেন, গ্রামের অনেক প্রবীণ ব্যক্তি শেষ বয়সে এসে অযত্ন-অবহেলায় দিন কাটান। তাঁদের সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১০০ শয্যার আন্তর্জাতিক মানের গ্রীন ভ্যালী ওল্ডএইজ হোম এন্ড অরফানেজ (বৃদ্ধাশ্রম ও এতিমখানা) প্রতিষ্ঠা করা হবে। যাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকা, খাওয়া, চিকিৎসা ও বিনোদনের ব্যবস্থা করা হবে। ভবনের নকশা করেন প্রকৌশলী মাহিন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.