নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতসহ আনন্দময় করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ ২০২৫) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সভায় সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনের নজরদারি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া সভায় সিদ্ধান্ত হয় ঈদের দিন জাতীয় পতাকা উত্তোলন, ঈদের প্রধান জামাত উপজেলা মডেল মসজিদ ও লালপুর থানা মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। হাসপাতাল, হাজতখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সেই সাথে বিনোদন কেন্দ্র গ্রিনভ্যালি পার্কে এতিম ও দুস্থ পথশিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হবে।