বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

আশ্রম কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের ওপর হামলা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈষ্ণব ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাই আশ্রমে কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারের (৫৮) ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ মার্চ ২০২৫) রাত ৯ টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত সঞ্জয় কুমার গোঁসাই আশ্রমের সাবেক সভাপতি ও বিলমাড়িয়া গ্রামের অনিল কুমারের ছেলে।
আহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এ এস এম আলমাস বলেন, রাত সাড়ে নয়টার দিকে আহত সঞ্জয় কুমার ও খোকনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সঞ্জয়ের বাম হাতের দুই জায়গায় ভেঙে গেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সঞ্জয় কুমার কর্মকার বলেন, আশ্রম কমিটি নিয়ে কোর্টে মামলার শুনানি শেষে আমি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাত ৯ টার দিকে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে উত্তম কুমারের নেতৃত্বে মিল্টন, সিরাজ, চঞ্চল, সুজিত ঘোষ, সঞ্জিত ঘোষ, নির্মলসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর ও প্রতিবেশী ছোট ভাই খোকনের উপর হামলা করে। উত্তমের নেতৃত্বে তাঁরা দীর্ঘদিন ধরে আশ্রম দখল ও ধন সম্পদ লুটপাটের চেষ্টা চালিয়ে আসছিলেন। আমি বাধা দেওয়ায় আমার ওপর তাঁরা হামলা করেছে।
আশ্রমের বর্তমান কমিটির সভাপতি শ্রী উত্তম কুমার এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, আশ্রমের বিষয় নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। আমরা আইনিভাবে সবকিছু মোকাবেলা করছি। সঞ্জয় দুর্নীতি করে তাঁর অপকর্ম ঢাকার জন্য এসব করছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বে হামলার ঘটনাটি ঘটেছে। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.