শুক্রবার | ৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১

লালপুরে উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সন্ধ্যায় ১৯ রমজান স্থানীয় রেস্তোরা লালপুর ফুড পার্কে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দীনের সভাপতিত্বে ও সহ সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, লালপুরের কৃতী নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জাহিদুর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমুখ।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা মোকাররেবুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, সহ সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম হৃদয়, ফজলুর রহমান পলাশ, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শিমুল আলী, সদস্য ফেরদৌস রহমান মনি, আমিনুল ইসলাম, নুহু উল্লাহ, তুষার ইমরান, তরিকুল ইসলাম ফাহিম প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.