শুক্রবার | ৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১

এসি ল্যান্ড হিসেবে যোগদান করলেন আজিজুল

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. আজিজুল কবির।
সোমবার (২৪ মার্চ ২০২৫) তিনি উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের স্থলাভিসিক্ত হয়ে উপজেলার ৪৪তম এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ২০ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার আরাফাত সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।
উপজেলায় দীর্ঘ দিন ধরে এসি ল্যান্ড না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন সাধারণ মানুষ। এবার তার অবসান ঘটবে বলে আশা করছেন তারা।


এর আগে ২০২২ সালের ৩১ অক্টোবর যোগদানের পর নওগাঁর পত্নীতলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলার ভূমি বিষয়ক সেবার মানোন্নয়নে নজির সৃষ্টি করেন মো. আজিজুল কবির। সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ৩৭তম বিসিএস (প্রশাসন) কর্মকর্তা।
সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির বলেন, জনগণের সেবা দেওয়াটাই আমাদের কাজ। আমি সর্বদাই চেষ্টা করি সর্বোচ্চ সেবা প্রদানের। অনেক দুর দুরান্ত থেকে অনেক মানুষ কষ্ট করে আমার অফিসে আসেন। সুতরাং তাদের কাজে যাতে কোন প্রকার হয়রানি না হয় সে দিকটা খেয়াল রেখে দ্রুত সময়ের মধ্যে তার কাজটি সম্পন্ন করাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, ভূমি সেবা প্রদান ছাড়াও ম্যাজিস্ট্রেরিয়াল কার্যক্রম ও সর্বসাধারণ দালাল ছাড়াই ভূমির সেবা, দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য প্রতিরোধের পাশাপাশি গ্রাহক সেবার মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। আবেদিত মিসকেস মামলা ও ঘুষ ছাড়া নামজারি আবেদন নিষ্পত্তি এবং জমাভাগ প্রদান প্রক্রিয়া সহজিকরণের কথা জানান তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.