নাটোর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাটোর জেলার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ ২০২৫) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ৩৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক-রহিম নেওয়াজ এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
যুগ্ম আহবায়ক- আব্দুল আজিজ, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
সদস্য- শহিদুল ইসলাম বাচ্চু, সাবিনা ইয়াসমিন ছবি, আবুল কাশেম, তারিকুল ইসলাম টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, সুফিয়া হক, শ্রী রঞ্জিত কুমার সরকার, কাজী শাহ আলম, এ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, ডা. ইয়াসির আরসাদ রাজন, শেখ এমদাদুল হক আল মামুন, হাবিবুল ইসলাম হেলাল, এ্যাডভোকেট শরিফুল হক মুক্তা, অধ্যাপক এম লৎফর রহমান, হাফিজুর রহমান, মশিউর রহমান বাবলু, এ্যাডভোকেট শাখওয়াত হোসেন, এম এ হাফিজ, এ হাই তালুকদার ডালিম, আবুল কালাম আজাদ (সাবেক চেয়ারম্যান), শহিদুল্লাহ সোহেল (জিএস), সানোয়ার হোসেন তুষার (ভিপি), রাসেল আহম্মেদ রনি, নাসিম উদ্দিন, শামসুল আলম রনি এবং ফয়সাল আলম আবুল বেপারী।