বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী, উন্নয়ন ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী: টিপু

নাটোর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী, উন্নয়ন ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী। আজকের দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে ফ্যাসিবাদী শক্তি দেশে ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র আমরা দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মোকাবেলা করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। ইনশাআল্লাহ তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ক্ষমতায় যাবো। আগামীর বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমরা উন্নয়নের জন্য রাজনীতি করি। গত তিন মাস আগে বাগাতিপাড়ার মাঠে বক্তৃতা করে এলাকার উন্নয়নের জন্য কাজ করার কথা বলেছিলাম। সেই উন্নয়ন ইতিমধ্যে শুরু করেছি।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন, যারা ভোটকে ভয় পায়, তারা দেশ নিয়ে দেশে ও দেশের বাহিরে ষড়যন্ত্র করছে। আপনারা আগেও এমপি বানিয়েছেন, আগামীতেও বানাবেন। তবে উন্নয়নের জন্য যে নেতৃত্ব দরকার তা আপনাদের বেছে নিতে হবে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে লালপুর বাগাতিপাড়া তথা পুরো দেশকে ঐতিহাসিক রূপ দেওয়া হবে। আপনারা কারো সাথে বিভেদ করবেন না।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শামীম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম শরিফুল ইসলাম লেলিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলী সরকার ও স্থানীয় নেতা কর্মীরা।
পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় এবং শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.