বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

নাটোর জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের আলোচনা ও ইফতার

নাটোর প্রতিনিধি :
প্রথমবারের মতো নাটোর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ ২০২৫) সন্ধ্যায় নাটোর শহরের একটি রেস্টুরেন্টে ‘নাটোরের সর্বস্তরের সাংবাদিকদের’ ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠান হয়।
সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমকালের নাবিউর রহমান পিপলু, এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, প্রথম আলোর এ্যাড. মুক্তার হোসেন, যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ৭১টিভির বুলবুল আহমেদ, চ্যানেল আইয়ের রেজাউল করিম রেজা, এখন টিভির মাহবুব হোসেন, সময় টিভির আল মামুন, লালপুর উপজেলার অধ্যক্ষ ইমাম হাসান মুক্তিসহ অন্যরা।


এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু, সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তিব্বত, কোষাধ্যক্ষ মেহেদী হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক আশীষ কুমার সরকার সুইট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সিমানুর রহমান, সদস্য মাজহারুল ইসলাম লিটন, শিহাব উদ্দিন টোকন, আসাদুজ্জামান রিপন, আব্দুল জব্বার সুজন, রাশেদুল ইসলাম রাশেদ। লালপুর উপজেলা প্রেসক্লাবে সহসভাপতি জামিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুর ও বাগাতিপাড়ার এন টি ভি প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান টুটুল। বড়াইগ্রামের ওমর ডি কস্তা, ওমর ফারুক, রতন আলী, সিংড়ার সাইফুল ইসলাম, বাগাতিপাড়ার মনিরুজ্জামান শামীমসহ ৭ টি উপজেলার ২১ টি প্রেসক্লাবের ২ শতাধিক সাংবাদিক।
অনুষ্ঠানে নাটোর জেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণ ও মাগফিরাত কামনায় দোয়া করা হয়। তাঁরা হলেন, নুর হোসেন (প্রবীণ সাংবাদিক), জি এম ইকবাল হাসান (জনকণ্ঠ), মাহফুজ আলম মুনি (স্টাফ রিপোর্টার, যুগান্তর), স্বপন দাস (সংবাদ), গনেশ চন্দ্র সরকার (জনতা), নবীর উদ্দিন নবীর (উত্তরবার্তা), অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম (সম্পাদক, নাটোর বার্তা), মোবারক হোসেন (দৈনিক জনদেশ ও নতুন প্রভাত), নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, লতিফ মাহমুদ (সিংড়া, এশিয়ান এজ), সোহেল আহমেদ জীবন (সিংড়া, ইউএনও-র গাড়ির ধাক্কায় নিহত), বেলাল হোসেন (সিংড়া, দৈনিক ঘোষণা), মাহাতাব উদ্দিন (সাবেক সভাপতি, বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব, দৈনিক আজকালের খবর), জুলফিকার আলী (বাগাতিপাড়া, সাপ্তাহিক পদ্মাপ্রবাহ), রিয়াসত আলী (প্রতিষ্ঠাতা সভাপতি, বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব), অধ্যাপক আতাহার হোসেন (গুরুদাসপুর, আজকালের খবর/নয়া দিগন্ত), কিরণ (গুরুদাসপুর, নয়া দিগন্ত/ইনকিলাব), মোসাদ্দেক হোসেন (লালপুর), মাসুদ রানা সোহেল (দৈনিক জনতা, লালপুর,কদিমচিলান), শফিউল্লাহ গাজী (বড়াইগ্রাম, বনপাড়া) প্রমুখ।
সভায় বক্তারা জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রেসক্লাব থাকলেও সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও সংকটময় মূহুর্তে সকল গণমাধ্যম কর্মী ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। মিলন মেলায় ৭ টি উপজেলার ২১ টি প্রেসক্লাবের ২ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
আয়োজকরা কৃতজ্ঞ চিত্তে বলেন, আজকে নাটোরের সাংবাদিকদের ঐক্যবদ্ধতা দেখলো সারা দেশবাসী। আমাদের সাংবাদিকতা জীবনে সহকর্মীদের এমন মিলনমেলা দেখিনি। সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন। মনটা ভরে গেছে। পাশাপাশি শক্তি সক্ষমতাও বেড়ে গেছে। তার মানে এই নয়, এই ঐক্যবদ্ধ শক্তি কেউ অপসাংবাদিকতায় ব্যবহার করতে পারবেন। কেউ অপব্যবহারের চেষ্টা করলে তিনি বিচ্ছিন্ন হবেন। যারা ঐক্য চান না তেমন গুটিকয়েক ব্যক্তি নানা বিভ্রান্তিমুলক কথা বলেছেন। নিজেরাও আসেননি। তাঁরা তেলবাজ জনবিচ্ছিন্ন সাধারণ হয়েই থাকবেন আজীবন। ঐক্যের শক্তিকে বিনষ্ট করতে পারবে না কেউ। আমরা সৎ ও সততার সাথেই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আস্থা ও ঐক্যবদ্ধতায় বিশ্বাস রেখে পবিত্র রমজানে তীব্র রোদ উপেক্ষা করে এসেছেন তাদের সবার প্রতি হৃদয় থেকে ভালবাসা ও শুভকামনা জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.