শুক্রবার | ৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১

সাস্টিয়ান জামালপুরের ইফতার মাহফিল

নাটোর প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান জামালপুরের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ ২০২৫) জামালপুর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবির প্রথম ব্যাচের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী ও জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রথম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এনামুল হক ইমন, রসায়ন বিভাগের তৃতীয় ব্যাচের মো. মিজানুর রহমান।


জামালপুর জেলায় স্থায়ীভাবে বসবাসরত এবং চাকুরিসূত্রে অবস্থানরত সাস্টিয়ানরা পরিবারসহ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সাস্টিয়ান জামালপুরের সভাপতি মো. মঞ্জুরুল হক মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন। ইফতার মাহফিলে দেড় শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.