বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ৫, গ্রেপ্তার ৭

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ জন আওয়ামী লীগ সমর্থককে আটক করা করেছে পুলিশ।
সোমবার (৩১ মার্চ ২০২৫) উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, রামকৃষ্ণপুর গ্রামের লোকমান মন্ডলের ছেলে সাব্বির হোসেন (২৪), মো. আরজেত আলীর ছেলে সুজাত আলী (৩৫), আয়ুব উদ্দিন মন্ডলের ছেলে মো. হায়াত উদ্দিন (৭০), বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৪৭), খোলা কাগজের লালপুর প্রতিনিধি উত্তর লালপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে তুষার ইমরান (২২)।


প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা রামকৃষ্ণপুর ঈদগাহতে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এসময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাব্বির নামে এক বিএনপি সমর্থক আহত হন। পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারো বিএনপি সমর্থকদের ওপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। এতে সুজাত নামে বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হয়। এছাড়া এঘটনায় সাংবাদিকসহ সর্বমোট ৫ জন আহত হন। পরে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অন্বেষা সরকার বলেন, আহত ৫ জনের মধ্যে সুজাত আলী নামে একজনের পায়ে গুলিবিদ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে আঘাতপ্রাপ্তদের চিকিৎসাপত্রের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ঘটনায় রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফুর ছেলে মুন, জরিপের ছেলে দ্বীপ, খায়রুল বাসার ভাদুর ছেলে লিপু, পল্টনসহ ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ সমর্থকদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি কর্মী সুজাত বলেন, ঈদের নামাজ পর আওয়ামী নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে স্থানীয় মুসল্লি ও বিএনপি নেতাকর্মীদের সাথে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালালে আমার পায়ে গুলি লাগে।
এর প্রতিবাদে তাৎক্ষণিক উপস্থিত লালপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এ টি এম জাহিদুল আলম ডলার, মো. জিয়াউর রহমান, আলাউদ্দিন প্রমুখ।


এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা আবারো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আওয়ামী লীগ ক্যাডার রবিউল ইসলাম রবির নেতৃত্বে বিএনপি নেতা কর্মীদের ওপর গুলি করা হয়েছে। এদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে বয়কট করতে হবে। প্রতি দ্রুত অস্ত্রধারী এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রশাসনের জোর দাবি জানাচ্ছি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। যাচাই বাচাই করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নাটোরের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ডিবি টিম, পুলিশ, যৌথবাহিনীর সদস্যরা তদন্ত করছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.