বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কার্যালয়ে ভাঙচুর, আহত ৬

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মেলায় লটারি বিক্রির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ ২০২৫) রাত সোয়া ১১ টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুলপুর গ্রামের সেকেন্দার প্রামানিকের ছেলে জুলহাস আলী (৫৫), করিম মন্ডলের ছেলে অন্তর মন্ডল (২১), জারেফ আলীর ছেলে শিশির হোসেন (১৪), হাজজাজের ছেলে মো. শুভ্র (৩০), রিপন আলীর ছেলে মো. রাফি (২২) ও আলমগীর হোসেন (৪৫)।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চংধুপইল ইউনিয়নের বাওড়া রেল ব্রিজ এলাকায় মেলায় লটারি কেনাবেচা নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের আত্মীয় ইসলামপুর গ্রামের নাহিদ ও তাঁর বন্ধু আরিফুলসহ কয়েকজন বিএনপি নেতা জুলহাসের আত্মীয় রাফি, অন্তর ও শিশিরকে মারধর করেন। এই ঘটনার জেরে রাতে পুনরায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আরিফের সমর্থক শুভ্র ও কালামের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির কার্যালয়সসহ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের জুলহাস আলী, শুভ্র ও আলমগীরসহ ছয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আলী এর সুষ্ঠু বিচার দাবি করে বলেন, তাদেরকে অন্যায়ভাবে মারপিট করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.