বুধবার | ২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১

পুসান মেধাবী মুখ ‘মিলনমেলা’

আনোয়ারা খাতুন শেফালী, নাটোর প্রতিনিধি :
নাটোর জেলার দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর-বাংলাদেশ (পুসান) এর ৬ষ্ঠ পুসান মেধাবী মুখ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল ২০২৫) ঈদুল ফিতরের ৩য় দিন নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুসান এর কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভাপতি মো. মিরন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন।
এছাড়া বাংলাদেশ পুলিশের ডিআইজি নাফিউল ইসলাম, পুসান এর প্রধান উপদেষ্টা পুসানবন্ধু শেখ আবদুস সোবহান, নাটোর জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি ও পুসানেরর উপদেষ্টা মোখলেসুর রহমান সপু, নাটোর প্রেসক্লাবের সভাপতি ও পুসানের উপদেষ্টা ফারাজি আহম্মদ রফিক বাবন, মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পুসানের উপদেষ্টা আনোয়ার হোসেন রিপন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আর রাজী, পুসানের উপদেষ্টা অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুসান পর্যবেক্ষক পরিষদের সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরছালিন মিঠু, পুসান কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন আশরাফি আঁচল এবং পুসান কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সাংস্কৃতিক সম্পাদক ইসরাত ইমার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় উপস্থিত ছিলেন পুসানের প্রতিষ্ঠাতা সভাপতি ও পুসান কেন্দ্রীয় পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক তানভীর আনোয়ার।
অনুষ্ঠানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নাটোর জেলা হতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জনকারী প্রায় ২ শতাধিক নবীন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে বরন করে নেয় পুসান। এছাড়া পুসান অনলাইন ইংলিশ অলিম্পিয়াডে বিজয়ীদের ১ম মোছা. লিপি খাতুন (রাবি), ২য় আরিয়ান জাকারিয়া (চবি), ৩য় জাহিদ হাসানকে (পাবিপ্রবি) পুরস্কৃত করা হয়। যার পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ও পুসানের উপদেষ্টা এডভোকেট শহিদুল ইসলাম সোহেল।
পুসান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজে বিজয়ীদের ১ম মো. আল মামুন (পবিপ্রবি), ২য় মো. সুমন আলী (ডুয়েট), ৩য় মো. শুভ আহম্মেদ রাজিবকে (ইবি)) পুরস্কৃত করা হয়। পুসান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুসান ছোটগল্প প্রতিযোগীতায় বিজয়ীদের
১ম জান মাহমুদ লিটন (ঢাবি), ২য় মো. উজ্জ্বল হোসেন (রাবি), ৩য় মো. মামুনুর রহমান (ডুয়েট)। যার পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পুসানের উপদেষ্টা ড. মো. লতিফুল ইসলাম।
‘আমার হৃদয়ে নাটোর’ এর পৃষ্ঠপোষকতায় পুসান শিক্ষাবৃত্তি বাবদ ৭ জন শিক্ষার্থীকে এপ্রিল মাসের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
নাটোর জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি ও পুসানের উপদেষ্টা মোখলেসুর রহমান সপুর পৃষ্ঠপোষকতায় নওরীন স্মৃতি শিক্ষা বৃত্তি ফান্ডের আওতায় ১১ জন শিক্ষার্থীর মাঝে এপ্রিল মাসের পুসান বৃত্তি বাবদ ২০৪০/- টাকা হারে ২২৪৪০/- টাকা প্রদান করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও পুসানের উপদেষ্টা ডা. শাহানা বেগম শেলীর সহযোগিতায় অধ্যাপক আব্দুস সাত্তার শিক্ষা বৃত্তি ফান্ডের আওতায় ১০ জন শিক্ষার্থীকে এপ্রিল মাসের ২০৪০/- টাকা হারে ২০৪০০/- টাকা হস্তান্তর করা হয়।
প্রায় ২ শতাধিক নবীন শিক্ষার্থীকে টি-শার্ট প্রদান করা হয়। যার সহযোগিতায় ছিলেন পুসানবন্ধু শেখ আব্দুস সোবহান, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহানা বেগম শেলী এবং জয়িতা পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক শামসুন নাহার।
প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীকে পুসান কলম উপহার দেওয়া হয়। যার সহযোগিতায় ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং সিরাজগঞ্জ ব্রাঞ্চের শাখা ম্যানেজার মো. মামুনুর রশিদ।
‘পুসান ফটোবুথ’ এর পৃষ্ঠপোষকতায় ছিলেন পুসানের উপদেষ্টা ও বাংলাদেশ মৎস গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লতিফুল ইসলাম।
‘পুসান সাজসজ্জা’ এর পৃষ্ঠপোষকতায় ছিলেন পুসানের উপদেষ্টা মোখলেসুর রহমান সপু, সভাপতি, নাটোর জেলা সমিতি, চট্টগ্রাম।
‘পুসান অতিথি বরণ’ এর পৃষ্ঠপোষকতায় ছিলেন পুসানের উপদেষ্টা এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক মো. আব্দুল আজিজ।
‘পুসান নবীন বরণ (ক্রেস্ট)’ এর পৃষ্ঠপোষকতায় ছিলেন পুসানের উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের এডভোকেট এস এম শহীদুল ইসলাম সোহেল।
‘পুসান নবীন বরণ (ফুল)’ এর পৃষ্ঠপোষকতায় ছিলেন পুসানের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এনবিআর এর সহকারী কমিশনার মো. শাহ্ আলম।
‘পুসান অ্যাওয়ার্ড-২০২৫’ এর পৃষ্ঠপোষকতায় ছিলেন পুসানের উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের এডভোকেট মো. শামসুর রহমান।
‘নাটোরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (পুরস্কার)’ এর পৃষ্ঠপোষকতায় ছিল মিরপুর সাইন্স কলেজ, ঢাকা।
‘পুসান এক্সাইটিং গেমস এন্ড প্রাইজ’ এর পৃষ্ঠপোষকতায় ছিলেন পুসানের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম শিকদার, প্রো-ভাইস চ্যান্সেলর, হাবিপ্রবি, দিনাজপুর।
‘পুসান শ্রেষ্ঠ প্রতিনিধি (পুরস্কার)’ এর পৃষ্ঠপোষকতায় ছিলেন পুসানের উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
পুসান শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান সম্মাননা ২০২৫, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর তথ্য অনুযায়ী উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (বিদ্যালয় ও কলেজ) সমূহ:

নাটোর সদর- নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ। সিংড়া-সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ (উভয়)। বড়াইগ্রাম- রাজাপুর উচ্চ বিদ্যালয় এবং সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ। বাগাতিপাড়া- কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। লালপুর- আব্দুলপুর সরকারি কলেজ। গুরুদাসপুর- খুবজীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ। নলডাঙ্গা- শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন বাসুদেবপুর এবং শহীদ নজমুল হক সরকারি কলেজ।
জেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ( বিদ্যালয় ও কলেজ)- বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয় ও খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজ।
পুসান মেধাবী মুখ মিলনমেলা আয়োজক কমিটির প্রধান পর্যবেক্ষক হিসেবে ছিলেন ডা. নওরোজ বিশ্বাস (সাবেক শিক্ষার্থী-রমেক), আবু সালেহ্ (সাবেক শিক্ষার্থী-হাবিপ্রবি), প্রভাষক কাজী কাইফ (সাবেক শিক্ষার্থী-পাবিপ্রবি), প্রভাষক মো. হাবিব আলী (সাবেক শিক্ষার্থী-রাবি), প্রভাষক মো. শাকিল হোসেন (সাবেক শিক্ষার্থী-রাবি), জয়নুল আবেদীন নান্নু (বশেমুরবিপ্রবি), হাসনাত সানি (হাবিপ্রবি)।
আহ্বায়ক ছিলেন মো. উজ্জ্বল হোসেন (রাবি) এবং যুগ্ম-আহ্বায়ক ছিলেন অংকুর কুমার মন্ডল (পাবিপ্রবি), নওশীন আশরাফি আঁচল (বাকৃবি), স্বপন খান (পাবিপ্রবি), জান মাহমুদ লিটন (ঢাবি), মো. আরমান হোসেন আকাশ (জবি), সামিউল ইসলাম সুজা (পবিপ্রবি), আব্দুল মুহাইমিন নুর (চবি) ও মোছা. রিমা খাতুন (ঢাবি)।
সদস্য সচিব ছিলেন মো. সুমন শেখ (ইবি) এবং সদস্য ছিলেন আব্দুর রহমান (ববি), মো. নয়ন আলী (বেরোবি), মো. আল মামুন (পবিপ্রবি), মো. সোহেল রানা (জবি), মোছা. জান্নাতুল ফেরদৌস টুম্পা (চবি), ইসরাত জাহান ইমা (জবি), মো. মোশাররফ হোসেন (হাবিপ্রবি), মো. এনামুল হক (জাবি), অন্তত কুমার হালদার (হাবিপ্রবি), আসফিয়া রাইসা রাফি (ইবি), মো. মামুনুর রহমান (ডুয়েট), হুমায়ুন আহমেদ হিমেল (বেরোবি), রাহাত আলী (পাবিপ্রবি), মো. সাব্বির হোসেন মুন্না (পাবিপ্রবি), আবু সাইদ (বেরোবি), মো. নয়ন মিয়াজী (পামেক), মো. সজিব আলী (জাককানইবি), নওশীন পারভেজ বাপ্পী (বেরোবি) ও মো. মাসুদ রানা (জাবি)।
রেজিষ্ট্রেশন প্রতিনিধি ছিলেন স্বপন খান (পাবিপ্রবি), সোহেল রানা (জবি), মো. এনামুল হক (জাবি), ইসরাত জাহান ইমা (জবি), রাহাত আলী (পাবিপ্রবি), অনন্ত কুমার হালদার (হাবিপ্রবি), সুনিতাব কস্তা (ইবি), মো. নয়ন আলী (বেরোবি), শিহাব উদ্দিন (যবিপ্রবি), মো. জাকারিয়া হোসেন (চবি), মো. ইমন হোসেন (ঢাবি), মো. নয়ন মিয়াজী (পামেক), মো. মাসুদ রানা (ববি), মো. সজিব আলী (জাককানইবি), মো. আল মামুন (পবিপ্রবি), কানিজ ফাতেমা (রাবি), জান মাহমুদ লিটন (ঢাবি), সামিউল ইসলাম সুজা (পবিপ্রবি), জান্নাতুল ফেরদৌস টুম্পা (চবি), মাসুমা আক্তার (ইবি), রাব্বি হোসেন (চবি), মো. ফরহাদ হোসেন (শজিমেক), মোশাররফ হোসেন (হাবিপ্রবি), নাজমুল হোসেন নোমান (গোবিপ্রবি), শাকিবুল ইসলাম শাওন (রাবি), তালাশ আহমেদ (কুয়েট) ও তাহসিন নিশাত (রবীন্দ্র বি.)।
অনুষ্ঠানে ৫ জন সেরা রেজিষ্ট্রেশন প্রতিনিধি নির্বাচিত হন- মো. নয়ন আলী (বেরোবি), ইসরাত জাহান ইমা (জবি), এনামুল হক (জাবি), মো. সজিব আলী (জাককানইবি) ও মাহফুজা হক মিতু (ইবি)।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.