মঙ্গলবার | ৮ এপ্রিল, ২০২৫ | ২৫ চৈত্র, ১৪৩১

লালপুরে ছাত্রশিবিরের ঈদ পূনর্মিলনী

নাটোর প্রতিনিধি :
‘ফ্যাসিবাদের পতনের পর ইসলামী আন্দোলনের জন্য অবারিত সুযোগ তৈরি হয়েছে। যদি এই সময়কে কাজে লাগাতে না পারি ইতিহাস আমাদের ছেড়ে দিবে না। আমাদের সকল কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ছাত্রশিবির জালিম হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন উপেক্ষা করে ২৪ এর অভ্যুত্থান সফল করতে সক্ষম হয়েছে। এজন্য এই সংগঠনকে এগিয়ে নিতে সাবেকদের সহযোগিতা করার আহ্বান জানাই। আগামী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। সমাজকে করতে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে।’
বুধবার (২ এপ্রিল ২০২৫) নাটোরের লালপুরে সাবেক ভাইদের নিয়ে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এসব কথা বলেন।
লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পূর্ব শাখা শিবির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে পশ্চিম শাখা সভাপতি সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নাটোর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি, জেলা সেক্রেটারি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা।
সমাবেশে বর্তমান সাবেক জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্মৃতি চারণ করেন এবং সংগঠনকে সংগঠিত করার উদাত্ত আহ্বান জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.