রবিবার | ১৩ এপ্রিল, ২০২৫ | ৩০ চৈত্র, ১৪৩১

থানা থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতাসহ ২ জনকে আদালতে প্রেরণ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা থানা হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে (৩২) পূনরায় আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আরও ১ জন আসামিসহ আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান।
অপর আসামি সুমন (৩৬) নবীনগর গ্রামের মো. আতর আলীর ছেলে। বুধবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার দুপুরে আত্মগোপন করে পালানোর সময় পাবনার ঈশ্বরদী থানার এয়ারপোর্ট এলাকা থেকে তাঁকে (রুবেল) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এদিকে লালপুরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা থানা হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বুধবার রাতে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ও দায়িত্বরত এএসআই সাথী খাতুন এবং কনস্টেবল লতিফা খাতুন ও রাজিবকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
উক্ত ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভকে (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া ও লালপুর থানা-পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। তাঁকে বাগাতিপাড়া থানায় নেওয়ার প্রস্তুতিকালে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতা-কর্মী থানায় হাজির হয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। বিকেল সাড়ে ৫টার দিকে রুবেলকে থানা হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
আসামি ছিনতাইয়ের ঘটনায় বাগাতিপাড়া থানার এসআই মানিক কুমার চৌধুরী বাদি হয়ে মঙ্গলবার রাতে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল্লাপুর গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে আবু রায়হান সুইটকে (৩০) প্রধান আসামি করে ৩৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১২০ জনসহ মোট ১৫৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ছিনিয়ে নেওয়া আসামিসহ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনী রাতেই অভিযান চালিয়ে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধরা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে লালপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ওরফে মজনু পাটোয়ারী (৪৫), গৌরীপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আসামি রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টিকে (২০) গ্রেপ্তার করে বুধবার নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আটককৃত রুবেলসহ ২ জন আসামিকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.