নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সদস্য মো. রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) ভোর সোয়া ৩টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তিনি উপজেলার গোপালপুর পৌরসভার শিবপুর খাঁপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মো. রফিকুল ইসলাম বাড়ি থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট, ১১টি জাল সবুজ পাসপোর্ট, ৪টি ক্রেডিট কার্ড, ৩টি অবৈধ (বিনা রেজিস্ট্রার্ড) সিম কার্ড, দেশি-বিদেশি বিভিন্ন পরিচয়পত্র, ভুয়া বিসিএস কর্মকর্তার সিল, অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্ট তৈরির কাগজপত্রের ফটোকপি উদ্ধার করা হয়।
আটককৃত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক পাচার এবং জাল পাসপোর্ট সরবরাহের সঙ্গে জড়িত বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান শেষে তাকে উদ্ধারকৃত অবৈধ সামগ্রীসহ লালপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মামিনুজ্জামান বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাসপোর্ট আইন ১৯৫২ অনুযায়ী মামলা হয়েছে।