নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ১৪৩২ করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বৈশাখী উৎসব উদযাপনের আয়োজন করা হয় ।
শুরুতেই আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান বর্ষবরনের আয়োজন করে। নববর্ষ উপলক্ষে এমন আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন উদ্দীপনা।