শনিবার | ২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২

কীটনাশকের বিষক্রিয়ায় অসুস্থ কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ফসলের ক্ষেতে কীটনাশক প্রয়োগ (স্প্রে) করতে গিয়ে বিষক্রিয়ায় অসুস্থ রাজন আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাজন উপজেলার আড়বাব ইউনিয়নের হাবিবপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল রাজন আলী নিজের ফসলের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যান। এ সময় মাস্ক বা কাপড় না বেঁধে খোলা মুখে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ওই ক্ষেতেই ঢলে পড়েন। খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, বিষক্রিয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.