শনিবার | ২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২

জামায়াতের গণসংযোগ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই দাওয়াতী অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকাল দশটা থেকে রামকৃষ্ণপুর চিনিবটতলা থেকে শুরু হয়ে কসাইপাড়া, গুড়পট্টি, ইউনিয়ন পরিষদ মোড়, মাইক্রো স্ট্যান্ড, থানা গেট, হাসপাতাল গেট ও লালপুর বাজারের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও দাওয়াত দেওয়া হয়।
দাওয়াতী কাজে অংশ নেন, উপজেলা জামায়াতের আমির ও নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, সদর ইউনিয়ন আমির কামারুজ্জামান চঞ্চল, সেক্রেটারি মাহাতাব আলী, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আবু সাঈদ প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.