বৃহস্পতিবার | ২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২

বিক্রির জন্য অসুস্থ গরু জবাইয়ের অপরাধে জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বিক্রয়ের জন্য অসুস্থ গরু জবাইয়ের অপরাধে এক কসাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল ২০২৫) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার লালপুর বাজারে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবিরের ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ জানান, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে লালপুর বাজারে বিসমিল্লাহ গোশতের দোকানের স্বত্বাধিকারী রিমা শেখ অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয়ের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) মো. মাহিদুল ইসলাম গরুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে অসুস্থতা নিশ্চিত করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় রিমা শেখকে ২০ হাজার টাকা জরিমানা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাংস জব্দ করে তা ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির জানান, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতিকালে বিসমিল্লাহ গোশতের দোকানের স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.