বুধবার | ৭ মে, ২০২৫ | ২৪ বৈশাখ, ১৪৩২

মসজিদে নামাজ শেষে দেখেন ইজিবাইক নেই!

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর মো. মুস্তাফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তির রোজগারের একমাত্র সম্বল ইজিবাইক চুরি হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
মুস্তাফিজুর রহমান উপজেলার বিলমাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় তিনি ইজিবাইকটি রেখে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে এসে দেখেন নির্ধারিত স্থানে ইজিবাইকটি নেই, চুরি হয়ে গেছে। চারদিকে খোঁজাখুঁজির পরও ইজিবাইকটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, ১০ বছর ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দেড় বছর আগে পুরাতন অটো বিক্রির ৭০ হাজার টাকা এবং এনজিও থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে নতুন অটো কিনেছেন। মাসে ১০ হাজার টাকার ৪টি কিস্তি পরিশোধ করেছেন। এখনো ৮টি কিস্তির টাকা বাকি রয়েছে। এমতাবস্থায় ইজিবাইকটি হারিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন।
মসজিদের স্থানীয় মুসল্লী মিঠুন আলী ও জাহাঙ্গীর আলম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজি এই অসহায় চালকের হারানো উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি উদ্ধার পুলিশের সহায়তা কামনা করছি, এছাড়া সমাজের বৃত্তবানরা বা প্রশাসন এই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে ইজিবাইকটি উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.