নাটোর প্রতিনিধি :
কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বৃত্তি ২০২৫ এর আবেদন ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত চলবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সংগঠনের সহসভাপতি কানাডা প্রবাসি ড. মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গরিব মেধাবী ও এতিম শিক্ষার্থীদের দ্রুত অনলাইনে আবেদন করার অনুরোধ জানান।
সংগঠনের বিজ্ঞপ্তির বরাত দিয়ে তিনি জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতক (সম্মান)/এমবিবিএস পর্যায়ে প্রথম বর্ষের ৮৫ জন শিক্ষার্থীকে ৪ বছর মেয়াদি প্রতিবছর ১০ থেকে ১২ হাজার টাকা করে ৪ কিস্তিতে ৪০ থেকে ৪৮ হাজার টাকা পাবেন। এ বছর থেকে স্নাতক (সম্মান) পর্যায়ে বৃত্তি প্রাপ্তদের ভাল ফলাফল, সদাচরণ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদেরও বৃত্তি দেওয়া হবে। এই বৃত্তির আবেদন ১৫ মে থেকে ১৫ জুন ২০২৫ পর্যন্ত চলবে। বৃত্তির ক্ষেত্রে গরিব মেধাবী ও এতিম শিক্ষার্থীরা প্রাধান্য পাবেন। আবেদন করতে ভিজিট করুন: https://www.cbet.ca/scholarship
তিনি আরও জানান, ইতিমধ্যে এইচএসসি পর্যায়ে ২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হয়েছে। এইচএসসি পর্যায়ে নির্বাচিত প্রতিটি কলেজ/মাদরাসার ৮ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে নির্বাচিত ৬ জন করে শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া শুরু হয়েছে। প্রতি শিক্ষার্থী দুই বছরের জন্য পাবেন ১০ হাজার টাকা। আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পাবে ৫ হাজার টাকা। প্রতিটি কলেজ মোট পাবে ৬৫ হাজার টাকা।
সংগঠনের সভাপতি ড. এমদাদ খান বলেন, কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বিশ্বাস করে শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি। শিক্ষা মানুষকে দক্ষতা, যোগ্যতা দিয়ে একজন মানুষের জীবন চলার পাথেয় হিসেবে কাজ করে। এ ধারণায় অনুপ্রাণিত হয়ে ২০১৪ সালের আগস্ট মাসে কানাডাভিত্তিক কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) সংগঠন যাত্রা শুরু করে। কানাডা সরকারের আইন মতে সিবিইটি একটি সেবামূলক রেজিস্টার্ড প্রতিষ্ঠান। সিবিইটি তাদের ফান্ডের শতকরা ৯০ ভাগ বাংলাদেশের গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তির জন্য ব্যয় করে। সূচনালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশের কয়েক হাজার ছাত্র/ছাত্রীদের বৃত্তি দিয়েছে। সিবিইটি শিক্ষাবৃত্তি বিতরণের কার্যক্রম বেসরকারি সংস্থা ‘সুরভি’র মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
বিস্তারিত জানতে www.cbet.ca অথবা ই-মেইল: [email protected]