-মো. হারুনার রশিদ পাপ্পু
আর লেখব না কবিতা তোমাদের আসরে
নিজের কথা ভাবতেই পড়ে গেছি পাথারে।
যে যা কর ইচ্ছে তোমাদের কর আপন মনে
আমার আমি কুল না পাই শক্তি নাই তনে।।
এসে ভবে কি করলাম এখন মনে পড়ে
জবাব দিব কেমন করে মহাজনের তরে।
দুদিনের লীলা খেলা শেষ হবে অচিরে
সেই দিন আত্মীয় স্বজন কেও চাবে না ফিরে।
না বুঝিয়া রঙ্গরসে মজেছিনু অসার কাজে
এখন শুধু হাহাকার করে অন্ধকারের মাঝে।।
আমারে আমি না চিনিয়া করেছি গো ভুল
বিদায় বেলায় সবই ফাঁকি না পাই এখন কুল।।