বৃহস্পতিবার | ২২ মে, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২

ঈদের দিন প্রকাশ্যে গোলাগুলির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে গত ঈদুল ফিতরের দিন ঈদগাহ মাঠে বিএনপি নেতাকর্মীদের উপর প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় মো. মাজিদুল ইসলাম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ মে ২০২৫) সকাল ১০ টার দিকে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি উপজেলার কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেকচিলান পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ মে ২০২৫) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের শেকচিলান পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাজিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে গোলাগুলির ঘটনায় মাজিদুলকে আটক করে বুধবার নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৫ উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বিএনপি কর্মী মো. শরিফুল ইসলাম সুজাতসহ ৫ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় ওইদিন রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপির কর্মী বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মো. শরিফুল ইসলাম সুজাতের বাবা মো. আরজেল আলী বাদি হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.